এবার বাংলাদেশী ইউটিউবাররা বানালো আন্তর্জাতিক মানের ভিডিও






২৯ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল "MAD TUBERZZ" এ মুক্ত ভিডিওতে একটি অস্বাভাবিক প্রেক্ষা দেওয়া হয়েছে,পৃথিবীর এমন একটি যায়গা নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে সাধারন মানুষ যেতে পারবে না ।


ভিডিওটির গল্প দর্শকদের মাঝে বিশেষভাবে যায়গা করে নিয়েছে , তাছাড়া ভিডিওটিতে থাকা লোকেশন, ভিএফএক্স, এবং প্রযুক্তি অবশ্যই চমৎকার । 



ভিডিওটিতে থাকা ব্যাকগ্রাউন্ড স্কোর যেনো বলিউড সিনেমাকেও হার মানাবে । অভিনয় এবং সাউন্ডট্র্যাক দুটিরই অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে তাছাড়া ভিডিওটির নির্মাতা আরিয়ান সিয়াম জানায় এই ভিডিওটিতে কাজ করেছে ১৭-১৮ জন অভিনেতা ।


ভিডিওটির সিনেমাটোগ্রাফিতে ভিন্ন এক মাত্রা যোগ করেছে নির্মাতা । ভিডিওটি দেখে একবারো মনে হবে না এটি একটি সাধারন ইউটিউব ভিডিও । 



যেখানে কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি রুচিশীল ইডিটিং ও ভিএফএক্স প্রযুক্তি আনাতে ব্যর্থ সেখানে একটি ছোটো ইউটিউব চ্যানেল দেখিয়ে দিলো কোনো কিছু অসম্ভব নয় ।


 ভিজুয়াল ইফেক্টস (VFX) শিল্পে বাংলাদেশ এখন নতুন এক সফল চরণে প্রবৃদ্ধির দিকে অগ্রসর চলছে। এই শৃঙ্গে তারা অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোনে পৌঁছেছে, স্থানীয় এবং আন্তর্জাতিক পরিসের ভিএফএক্স ইন্ডাস্ট্রির জন্য একটি স্থায়ী আসন তৈরি করে নিয়েছে। 

এছাড়া, বাংলাদেশের ভিএফএক্স ইন্ডাস্ট্রির জন্য আত্মনির্ভরশীল প্রযুক্তি ও সম্প্রদায় তৈরি করতে অনেক সংস্থা এবং প্রতিষ্ঠান চারপাশে কাজ করছে।

ভিএফএক্স ইন্ডাস্ট্রির উন্নতি দেখে বিশ্ববিদ্যালয় এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি এককরূপে কাজ করছে এবং তাদের ছাত্র-ছাত্রীদের প্রযুক্তির এই নতুন মাধ্যমে অনুভূতি এবং উদ্যমিতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে।




বাংলাদেশে যেখানে সিনেমার ভিএফএক্স কে কটুক্তি করা হয় সেখানে একটি ছোটো ইউটিউব চ্যানেলের দ্বারা এইরকম কন্টেন্ট বানানো সত্যিই প্রশংসাময় ।



গল্প ও ভিডিওটির নির্মাতা আরিয়ান সিয়াম বলেছেন এই ভিডিওটির আরো ১০টি পর্ব বানানোর পরিকল্পনা করেছেন সে । Interview

তাদের ইউটিউব চ্যানেল এর বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৫২,০০০ হাজার , এর আগে তারা এমন অনেক ভিডিও নির্মাণ করেছেন যেখানে রয়েছে চমৎকার ভিএফএক্স, এবং প্রযুক্তি । 

তাছাড়া তাদের সর্বোচ্চ সংখ্যক ভিউস পাওয়া ভিডিওটি "FREE FIRE BANGLADESH"যেই ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লক্ষের অধিক মানুষ দেখেছে । 



Post a Comment

0 Comments